Welcome To

National Institute of Engineering & Technology (NIET)

কম্পিউটার বিজ্ঞানে যে দেশ যত বেশি সয়ংসম্পূর্ণ সে দেশ তত বেশি উন্নত। বিশ্বে বর্তমানে এমন কোন দেশ নাই যে, সেখানে কম্পিউটার এর ব্যবহার ছাড়া কোন কিছু কল্পনা করা অসম্ভব। বর্তমান বিশ্ব দাঁড়িয়ে আছে কম্পিউটার বিজ্ঞানের উপর। ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর চাহিদা দেশে বা বিদেশে সব জায়গাতেই রয়েছে। কম্পিউটার বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে যেসব প্রোগ্রামের সাহায্য সফটওয়্যার তৈরী করা হয় এবং তাদের বৈশিষ্ট্য সমূহ বিশ্লেষণ করা। তা থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে এখনকার চেয়ে ভালো নতুন নতুন প্রোগ্রাম সৃষ্টি করা। ডিপ্লোমা- ইন- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কর্ম- সংস্থান সর্বত্র। যার উদাহরণ দিয়ে কখনই শেষ করা যাবে না। 

Image Not Found

কম্পিউটার  এর সফটওয়্যার রিলেটেড জব গুলো নিন্মরূপঃ

1) Software Engineer.

2) Programmer.

3) Software Tester.

4) Web developer.

5) App developer.

6) Project Engineer.

7) System Analysis.

8) Database Administrator.

9) Technical Writer.

10) Computer Operator.

11) Data entry control Operator.

12) Entrepreneur.

13) Out Sourcing.

Hardware related job গুলো হলোঃ

1) Hardware Engineer.

2) Network Engineer.

3) Network Administrator

Computer এর কর্মক্ষেত্রঃ

1) পাওয়ার গ্রিড Company of Bangladesh(PGCB)

2) নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট Company (NPCBL)

3) ঢাকা পাওয়ার Distribution কোম্পনী (DPDC)

4) ডেসকো।

5) পিডিবি।

6) সকল ব্যাংক সেক্টর।

7) সকল শিক্ষা প্রতিষ্ঠান।

8) এয়ারলাইন্স ও রেলওয়ে।

9) নির্বচন কমিশন।

10) মিল- ফ্যাক্টরি/ শিল্প কারখানা।

11) E- Commerce.

12) বীমা, স্টক মার্কেট।

13) ডেবিট/ ক্রেডিট কার্ড ট্রানজ্যাক।

14) কমিউনিকেশন সেক্টর।

15) ওয়াসা।

16) Search Engine Optimization.(SEO)

17) Google.

18) Microsoft Company.

19) Multinational Company.

20)  NESCO.

21) NASA.

22) স্বাস্থ্যসেবা অধিদপ্তর।

23) Power Sector.

24) ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরী।

25) সফটওয়্যার কোম্পানী।

26) তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান।

27) অফিস আদালত।

28) বিভিন্ন ডিফেন্স সেক্টর (সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, নৌবাহিনী ) ইত্যাদি।

29) পরমাণু গবেষণা কেন্দ্র।

30) BTRC.

31)  IT Sector.

32) IT Software farm.

33) Graphics Designer.

34) বাইরের দেশে উচ্চ শিক্ষার জন্যে যেতে পারেন Scholarship এ।

35) Yahoo.

36) বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে।

37) দুদক।

38) ব্রিটিশ আমেরিকান টোবাগো (BAT)

39) ব্যবসা- বাণিজ্যের ক্ষেত্রে।

40) শ্রম নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায়।

41) লাইব্রেরির ব্যবস্থাপনায়।

42) মহাকাশ গবেষণার কাজে।

43) প্রকাশনাক্ষেত্রে।

44) বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া কম্পিউটারের ব্যবহার।

45) বাংলাদেশ সরকারী কর্ম কমিশন।

46) শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

47) বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (অস্ত্র কারখানা)

48) LGD

49) হাসপাতাল।

50) তিতাস গ্যাস কোম্পানি।

51) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

52) পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।

52) সিলেট গ্যাস/ জালালাবাদ/ হবিগঞ্জ, ফেনী, বাখরাবাদ গ্যাস ক্ষেত্র {মোট ২৮টি গ্যাস ক্ষেত্র আছে।}

53) সুন্দরবন কুরিয়ার সার্ভিস।

54) সমাজ সেবা অধিদপ্তর।

55) বিভিন্ন ধরনের Customer Care (রবি,  Grameen phone, Banglalink, Teletalk, Airtel) প্রতিষ্ঠানে Job এর সুযোগ রয়েছে।

56) পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BREB)|

57) পানি উন্নয়ন বোর্ড।

58) বাংলাদেশের শিক্ষা বোর্ড সমূহ।

59) বিভিন্ন Mobile Company (Sumsung Galuxy, Oppo,Vivo,Nokeya,Redmi,Realmi etc)

60) প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

61) সংসদভবন।

62) LGED.

63) ডিজিটাল বাংলাদেশ হাইটেক পার্ক।

64) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

65) নদী গবেষণা ইন্সটিটিউট সহ অন্যান্য সকল সরকারী, বেসরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরির সুবর্ণ সুযোগ রয়েছে।

আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম। এছাড়াও উচ্চতরও ডিগ্রী গ্রহণ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে। ডিপ্লোমা হলো একটি ডিগ্রী যেখানে ব্যবহারিক ও তাত্তি¡ক বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়াশুনা করানো হয়। কম্পিউটার প্রকৌশলের অন্তভর্‚ক্ত বিষয়ের কোন সীমা নেই। আমাদের দেশে তথ্য- প্রযুক্তির জনপ্রিয়তা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। পরিশেষে বলা যায়, আধুনিক প্রকল্প বাস্তবায়নের রুপকার হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ।

যে কোনো জায়গায় চাকরি পাওয়ার চরম প্রতিযোগিতার এই যুদ্ধে গতানুগতিক বিষয়ে পড়ালেখা করে আগের মতো সফলভাবে ক্যরিয়ার গড়া খুব কঠিন হয়ে পড়েছে, সঠিক ক্যরিয়ার গড়তে হলে প্রয়োজন পরিকল্পিত ও কর্মমুখী শিক্ষা। এমন একটি কর্মমুখী শিক্ষা হচ্ছে ডিপ্লোমা-ইন-কম্পিউটার ইঞ্জিনিয়ারিং।

Teacher Info

No Image

Sanuara Khatun

Instructor
No Image

Engr. Md. Tareq Rahman

Instructor