Welcome To

National Institute of Engineering & Technology (NIET)

মেরিন/শীপ বিল্ডিং টেকনোলজি

মেরিন ইঞ্জিনিয়ারিং হল নৌকা, জাহাজ, সাব—মেরিন এবং অন্য কোন সামুদ্রিক জাহাজের ইঞ্জিনিয়ারিং। অন্যান্য মহা—সাগরীর সিষ্টেম এবং কাঠামো প্রকৌশল এর মধ্যে অর্ন্তভূক্ত। মেরিন ইঞ্জিনিয়ারিং এ মেকানিকাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক এবং কম্পিউটার সাইন্সসহ বেশ কয়েকটি প্রকৌশল বিজ্ঞান প্রয়োগ করে, যা জলযান চালনা এবং সমুদ্র ব্যাবস্থার উন্নয়ন, নকশা, পরিচালনা এবং রক্ষনাবেক্ষন সম্পর্ক ব্যাবহারিক ও ত্বওিক শিক্ষা প্রদান করে।

Image Not Found

মেরিন টেকনোলজীতে কর্মসংস্থান :

বিভিন্ন জাহাজে ( কার্পো জাহাজ, তেল এবং গ্যাস বহন করে এমন জাহাজ, মাছ শিকার করে এমন জাহাজ) ইত্যাদি।

২.বিভিন্ন পাওয়ার প্লান্ট ( বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ) যেখানে জাহাজের ইঞ্জিন ব্যাবহৃত হয়।

৩. গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট—এ।

৪. বিভিন্ন ইঞ্জিন সাপ্লায়ার প্রতিষ্ঠানে যেমন—ক্যাটারপিলার, ম্যান, আটছিলা ইত্যাদি।

৫. বিভিন্ন ডকইয়ার্ড—এ ইত্যাদি।

শিপ বিল্ডিং টেকনোলজীতে কর্মসংস্থান:

১. বিভিন্ন জাহাজে।

২. বিভিন্ন ডকইয়ার্ড এবং শীপইয়ার্ড—এ।

৩. জাহাজের নকসা তৈরি করে এমন ডিজাইন হাউজ—এ ইত্যাদি।

Teacher Info

No Image

Md. Nazmul Hossain

Instructor
No Image

Nahid Aktar Nirjhor

Instructor
No Image

Rabeya

Instructor