Welcome To

National Institute of Engineering & Technology (NIET)

ডিপ্লোমা-ইন-অটোমোবাইল  ইঞ্জিনিয়ারিং

যে কোন জায়গায় চাকরি পাওয়ার চরম প্রতিযোগিতার এই যুদ্ধে গতানুগতিক বিষয়ে পড়ালেখা করে আগের মত সফলভাবে ক্যারিয়ার গড়া খুব কঠিন হয়ে পড়েছে, সঠিক  ক্যারিয়ার গড়তে  হলে প্রয়োজন পরিকল্পিত ও কর্মমুখিশিক্ষা ।  এমন একটি কর্মমুখি শিক্ষা হচ্ছে অটোমোবাইল।

Image Not Found

 

অটোমোবাইল শিল্পে কাজের ক্ষেত্র এখন বেশ বিস্তৃত । সময়ের সঙ্গে তাল মিলিয়ে যে ভাবে ইঞ্জিনের ব্যবহার বাড়ছে, তাতে দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তির চাহিদাও বাড়ছে।

 

একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার গাড়ি তৈরি থেকে শুরু করে প্রযুক্তি উদ্ভাবন ও সংযোজন, গাড়ির যাবতীয় সমস্যা সমাধান করে থাকেন।  গাড়ির  সমস্যা চিহ্নিত করে সার্ভিস করা, উপযুক্ত পার্টস সংযোগ করা এবং যুগোপু্যোগি প্রযুক্তি উদ্ভাবন করে ব্যাবহার করার সিদ্ধান্ত নেন অটোমোবাইল ইঞ্জিনিয়াররা ।

 

অটোমোবাইল  শিল্পে মুনাফার হার প্রচুর, এ সেক্টরে  উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী  হওয়া যায়। নতুন কর্মসংস্থানের  সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ  ভুমিকা  রাখা  যায়।

 

অটোমোবাইল শিল্পের  বৃহৎতম সেক্টরটি হচ্ছে  বেসরকারি । এ সেক্টরে উৎপাদন , সার্ভিসিং ,  সেলস , পাটস সহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেখানে ভালো ক্যারিয়ার করা যায়। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি , আর্থিক প্রতিষ্ঠান ( বাংক , বীমা ) কর্পোরেট  প্রতিষ্ঠানেও  অটোমোবাইল  ইঞ্জিনিয়ারদের  ক্যারিয়ার  করার বৃহৎ সুযোগ  রয়েছে।

 

দেশে সরকারি  চাকরিতেও  অটোমোবাইলের  প্রচুর  চাহিদা । বিভিন্ন  সরকারি  আধা—সরকারি  প্রতিষ্ঠানে অটোমোবাইল ইঞ্জিনিয়াররা  ভালো ক্যারিয়ার গড়তে পারে । এমন প্রতিষ্ঠান সমুহের মধ্যে  উল্লেখযোগ্য হল  স ও জ , রেল , সেতু , বিআরটিসি , সরকারি বিভিন্ন দপ্তর, পাবলিক বিশ্ববিদ্যালয় সমুহ , বিদ্যুৎ উৎপাদন , সঞ্চালন  ও বিতরন কোম্পানি গ্যাস কোম্পানি প্রভৃতি ।

 

শুধু দেশে নয় বিদেশেও ক্যারিয়ার গড়ার সুযোগ আছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সমুহে ক্যারিয়ার গড়ার পাশাপাশি বিমান , জাহাজ , কারখানাতেও প্রচুর  সুযোগ  রয়েছে। বিদেশের গাড়ি মেরামতে গ্যারেজে  অটোমোবাইল  ইঞ্জিনিয়ারদের  চাহিদা আছে প্রচুর হারে ।

 

বর্তমানে দ্রুত বিকাশমান অটোমোবাইল শিল্পের নানা ধরনের কাজ সম্পন্ন করতে দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার একান্ত প্রয়োজন। আপনিও ইচ্ছা করলে অটোমোবাইল ইঞ্জিনিইয়ারিংয়ে পড়াশোনা করে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে ক্যারিয়ার গড়তে পারেন।

Teacher Info

No Image

Md. Rasel Ahmed

Instructor