Welcome To

National Institute of Engineering & Technology (NIET)

মেকানিক্যাল টেকনোলজী কে মাদার অব টেকনোলজী বলা হয় যেখানে বিভিন্ন টেকনোলজীর সাবজেক্ট গুলো পড়ানো হয়। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাংলাদেশে প্রায় সব সেক্টর গুলোতে চাকুরির সুবিধা পায়।

Image Not Found

সরকারি সেক্টরঃ

  1. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)
  2. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB)
  3. ঢাকা পাওয়ার Distribution কোম্পানি (DPDC)
  4. পাওয়ার গ্রিড Company of Bangladesh(PGCB)
  5. আশুগঞ্জ পাওয়ার স্টেশন Company Ltd. (APSC)
  6. নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট Company (NPCBL)
  7.  বাংলাদেশে বিভিন্ন প্রকারের গ্যাস সেক্টর
  • সিলেট গ্যাস ফিল্ড
  • কর্ণফুলী  গ্যাস ফিল্ড
  • তিতাস গ্যাস ফিল্ড
  •  সুন্দরবন গ্যাস ফিল্ড ইত্যাদি।
  1. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC)
  2. বাংলাদেশ কেমিক্যাল Industry (BCIC)
  3. বাংলাদেশ নৌ-বাহিনী তে অনেক সুযোগ আছে
  4. বাংলাদেশ তুলা ও পাট গবেষনা কেন্দ্রে চাকুরির সুযোগ আছে।

 

  • পাওয়ার প্লান্ট এ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এর বেতন ৬০-৭০ হাজার টাকা হয়ে থাকে। ]
 

 

  • সেক্টরঃ
  1. Pran R.F.L Company Ltd
  2. National Polymer Industries Ltd
  3.  বাংলাদেশে বিভিন্ন Garments সেক্টর গুলোতে Mechanical Engineer হিসাবে
  4. Gazi group of Industries
  5.  বাংলাদেশে প্রায় সকল PCV সেক্টর গুলোতে অনেক ভাল অবস্থানে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  6. ব্রিটিশ আমেরিকান টোবাগো (BAT)

কিছু ঔষধ কোম্পানিঃ

  1.  স্কয়ার
  2. Baximco
  3. ইনসেপটা
  4. SKF
  5.  রেনেটা ইত্যাদি।

বিভিন্ন ধরনের Manufecturing Company  যেমনঃ- ওয়ালটন, রানার, Minister, Butterfly

এরপর বিভিন্ন Power plant বেসরকারিঃ

  1. সামিট পাওয়ার plant
  2. ইউনাইটেড Power plant
  3. পাওয়ার প্লান্ট এবং বিভিন্ন ধরনের সার ও কাগজ কারখানা।
  4. ঘোড়াশাল সার কারখানা
  5. কর্ণফুলী কাগজ মিল
  6. যমুনা সার কারখানা ইত্যাদি।

এছাড়াও দেশে এবং বিদেশে চাকুরীর পাশাপাশি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রভাব ও বিস্তার অপরিসীম।

Teacher Info

No Image

Md. Arif Khan

Instructor
No Image

Md Raquib-ul Hasan

Instructor