Welcome To

National Institute of Engineering & Technology (NIET)

সাফল্যের হাতেখড়ি হোক নিশ্চিত ভবিষ্যতের বিষয়- ইলেকট্রিক্যাল টেকনোলজি

বর্তমান বিশ্ব সামনের দিকে এগিয়ে চলছে ইঞ্জিনিয়ারদের হাত ধরে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাদের মধ্যে অন্যতম অবস্থান দখল করে আছে সুনিশ্চিত ক্যারিয়ার, আকর্ষণীয় কর্মক্ষেত্র নানা সুযোগ সুবিধার জন্যে। ইঞ্জিনিয়ারিং জ্ঞানার্জনের বাস্তব প্রয়োগ এর সুফল বর্তমানে আমাদের ব্যবহৃত প্রযুক্তি। আর এখন সেগুলোর ক্রমাগত উন্নতি ঘটছে এই ইঞ্জিনিয়ারদের হাত ধরে। আন্তর্জাতিকভাবে ইঞ্জিনিয়ারদের চাহিদা প্রতিনিয়ত বাড়ার পাশাপাশি আমাদের দেশেও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা ক্রমশ বাড়ছে। একটি দেশের  শক্তিশালী অর্থনীতি ব্যবস্থা অনেকাংশেই নির্ভর করে ওই দেশের প্রযুক্তিগত উন্নয়নের উপর, যা ইলেকট্রিক্যাল টেকনোলজির হাতধরেই অগ্রগতি লাভ করছে।

Image Not Found

ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে পড়ার আগ্রহ এখন অনেকেরই। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রথম পছন্দের বিষয়। দেশে এবং বিদেশে প্রায় সব জায়গাতেই এই বিষয়ে পড়াশোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেন অনেকেই। তাই এই বিষয়ের ক্যারিয়ার নিয়ে কৌতুহল থাকাটাই স্বাভাবিক। কম্পিউটারসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী পরিচালনার জন্যে সর্বাগ্রে প্রয়োজন বিদ্যুৎ। বর্তমান বিশ্বে বিদ্যুতের ব্যবহার এতো পরিমান বৃদ্ধি পেয়েছে যে এক মুহূর্তও আমরা বিদ্যুতহীন থাকার কথা ভাবতে পারিনা। পৃথিবীর এই বিস্ময়কর উন্নয়ন কেবল এই বিদ্যুৎ শক্তির কল্যাণেই সম্ভব হয়েছে, আর আমাদের পড়াশুনাও সেই বিদ্যুৎ বা তড়িৎ প্রকৌশল নিয়ে। তড়িৎ প্রকৌশল প্রকৌশলবিদ্যার অন্যান্য যে কোনো বিষয়ের চেয়ে অনেক বেশি আধুনিক ও বিস্তৃত, শুধু তাই নয় এর কর্মপরিধিও অনেক বেশি।

শিল্পকারখানার ক্রমবর্ধমান বিকাশের ফলে সর্বক্ষেত্রে দক্ষ ও যোগ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি মানসম্মত কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করেই “ন্যাশনাল ইন্সটিটিউট অ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (NIET)” বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী প্রকৌশল ডিপ্লোমা শিক্ষাক্রমের অংশ হিসেবে “ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল টেকনোলজি” চালু করেছে। দেশে ও বিদেশে বিপুলভাবে সমাদৃত এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী বিভিন্ন সরকারী ও বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। এছাড়াও সামাজিকভাবে একজন সফল ও দক্ষ বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে যা বাংলাদেশের বেকারত্ব অনেকাংশে হ্রাস করবে।

 

কেন NIET তে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে পড়বো?

এখানে আছে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাস রুমের ব্যবস্থা।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্যে রয়েছে বিভিন্ন ধরণের শিক্ষাবৃত্তি ও কম খরচে পড়াশুনার সুবিধা।

যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে পাঠদান।

NIET তে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাব সুবিধা যেখানে শিক্ষার্থীরা পাবে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানলাভের সুযোগ । বাংলাদেশের   বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সুসম্পর্ক থাকার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা সফর ও ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ পাবে।

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহনে নিয়মিত জব ফেয়ার আয়োজন এবং শিক্ষার্থীদের ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে সরাসরি চাকরি লাভের সুযোগ । 

কর্মক্ষেত্রে বিপুল চাহিদা থাকার কারণে শিক্ষার্থীদের জন্যে রয়েছে পাশ করার সাথে সাথে চাকরি লাভের সুযোগ।

এটি একটি সম্পূর্ন অরাজনৈতিক এবং ধূমপান মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।

চাকুরির ক্ষেত্রঃ

সরকারী সকল মন্ত্রনালয়, বিভাগ ও দপ্তরে উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ২য় শ্রেনীর গেজেটেড কর্মকর্তা হিসেবে চাকুরী লাভের যোগ্যতা অর্জন করবে।

বিদ্যমান সকল সরকারী ও বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) হিসেবে চাকুরী লাভের যোগ্যতা অর্জন করবে।

ভোকেশনাল ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) হিসেবে চাকুরী লাভের যোগ্যতা অর্জন করবে।

ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার পদে চাকুরী লাভের যোগ্যতা অর্জন করবে।

জ্বালানী ও বিদ্যুৎ মন্ত্রনালয়ে অগ্রাধিকার ভিত্তিতে উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে চাকুরী লাভের যোগ্যতা অর্জন করবে।

বিদেশে উচ্চ বেতনে চাকুরী লাভ করার যোগ্যতা অর্জন করবে।

বেসরকারী বিদ্যুৎ উৎপাদন সংস্থায় উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে চাকুরী লাভের যোগ্যতা অর্জন করবে।

ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটি সফল্ভাবে সম্পন্ন করে নিন্মলিখিত সরকারী ও বেসরকারি প্রতিস্থানে কর্মসংস্থানের সুযোগ পাবে- 

Ministry of Power Energy and Mineral Resources, Dhaka Power Distribution Company (DPDC), Dhaka Electric Supply Company Limited (DESCO), Power Grid Company of Bangladesh (PGCB), Bangladesh Rural Electrification Board (BREB), Power Development Board (BPDB), Govt and Private Power generating stations, Bangladesh Water Development Board (WDB), Northwest Power Generation Company Limited(NPGCL), Northern Electricity Supply Company Limited (NESCO), Nuclear Power Plant Company Bangladesh Limited (RNPPCL), Bangladesh Ordnance Factory (BOF), Bangladesh Road Transport Authority (BRTA), Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC), Ministry of Defense, Summit Power Plant, Basundhara Group etc.

আত্মকর্মসংস্থানের ক্ষেত্রঃ

  • বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী ঠিকাদারী ব্যবসা পরিচালনা করতে পারবে।
  • ইলেকট্রিক্যাল পণ্য সামগ্রীর ব্যবসা স্থাপন ও পরিচালনা করতে পারবে।
  • ব্যাক্তিগতভাবে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে (অ্যাপস ভিত্তিক সেবা প্রদান)।
  • নিজস্ব বিদ্যুৎ প্লান্ট স্থাপন করতে পারবে।
  • ইলেকট্রিক্যাল পণ্যসমূহ আমদানী-রপ্তানী করতে পারবে।
  • ইলেকট্রিক্যাল পণ্য তৈরির কারখানা স্থাপন করতে পারবে।
  • ইলেকট্রিক্যাল শিক্ষা সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও পরিচালনা করতে পারবে।

 

উচ্চ শিক্ষার ক্ষেত্রঃ

৪ বছর মেয়াদী উক্ত কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর “বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডকর্তৃক প্রদত্ত “ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং” সনদপত্র প্রদান করবে। উক্ত সনদপত্রের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে।

দেশে বিদ্যমান সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের যোগ্যতা অর্জন করবে।

ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, রমনা, ঢাকা কর্তৃক পরিচালিত .এম.আই.ই ডিগ্রী (বিএসসি-ইন-ইঞ্জিনিয়ার সমমান) অর্জন করতে পারবে।

বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়/ইন্সটিটিউট থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করতে পারবে।

আইডিইবি’র সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করবে।

LAB Facility:

ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব

আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ পিএলসি (PLC) ল্যাব

শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মাল্টিমিডিয়া ল্যাব

ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব

ইলেকট্রিক্যাল মেশিন মেইনট্যানেন্স ল্যাব

অত্যাধুনিক কম্পিউটার সমৃদ্ধ সিমুলেশন ল্যাব

ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ইলেকট্রনিক্স ল্যাব

 

Teacher Info

No Image

ABDUR RAHAMAN

Instructor